তুর্কি লিরার দরপতনের ঢেউ ভারতীয় রুপিতে

  14-08-2018 01:28PM


পিএনএস ডেস্ক: মঙ্গলবার সকালে ভারতে এক ডলারের বিপরীতে পাওয়া যাচ্ছে ৭০.১ রুপি, যা ভারতীয় রুপির ইতিহাসে সর্বনিম্ন মান।

ধারনা করাহচ্ছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের বাণিজ্যিক সম্পর্কে টানাপোড়েনের ফলে তুরস্কের মুদ্রা লিরার ব্যাপক দরপতন ঘটে। যার প্রভাব বিশ্বের অনেক মুদ্রা বাজারে পড়তে শুরুকরেছ। খবর এনডিটিভি।

এটি বিশ্বের অনেক উঠতি মুদ্রাবাজারকে অস্থিতিশীল করে তোলে। সাম্প্রতিক সময়ে লিরার ৪৫ শতাংশ পতন হয়েছে। লিরার উদ্বেগজনক পতনের পর বিনিয়োগকারীরা ডলার ও ইয়েন ব্যবহারে আরো বেশি মনোযোগী হয়ে উঠেন।

ভারতের একটি রাষ্ট্রীয় ব্যাংকের জ্যেষ্ঠ ফোরেক্স (বৈদেশিক মুদ্রা বিনিময়) ব্যবসায়ী বলেন, ‘রুপিকে রক্ষায় বহু ডলার ব্যয়ের কোনো যুক্তি নেই। কারণ উঠতি বাজারগুলোতে পতনের প্রবণতা এখন খুবই শক্তিশালী।’

তিনি সতর্ক করে দিয়ে বলেন, ‘সামনের দিনগুলোতে ডলারের বিপরীতে রুপির মান আরো নেমে যেতে পারে।’

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন