নেতানিয়াহুর গোপন সফর নিয়ে তোলপাড় মিসরে

  14-08-2018 02:52PM


পিএনএস ডেস্ক: ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত মে মাসে গোপনে মিসর সফর করেছেন বলে জানা গেছে। গাজা যুদ্ধবিরতি নিয়ে প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি’র সাথে কথা বলার জন্য এ সফর অনুষ্ঠিত হয় বলে চ্যানেল-১০ জানিয়েছে। মিসরে নেতানিয়াহুর গোপন সফর নিয়ে তোলপাড় চলছে।

খবরে বলা হয়েছে, গত ২২ মে কায়রো সফরে যান নেতানিয়াহু। অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং ওই উপত্যকায় ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের শাসন পুনর্বহাল করার উপায় তিনি সিসির সাথে কথা বলেন।

জেরুসালেম শহরে মার্কিন দূতাবাস স্থানান্তরের প্রতিবাদে ‌১৪ মে গাজা-ইসরাইল সীমান্তে ব্যাপক প্রতিবাদ জানান ফিলিস্তিনিরা। ওই প্রতিবাদ বিক্ষোভে ইসরাইলি সেনাদের গুলিবর্ষণে অন্তত ৫৮ ফিলিস্তিনি যুবক শহীদ হন।

রক্তক্ষয়ী ওই হামলার এক সপ্তাহ পর মিসর সফরে যান ইহুদিবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

এদিকে ইসরাইলি প্রধানমন্ত্রীর মিসর সফরের খবর এমন সময় প্রকাশিত হলো যখন গত দু’দিনে গাজার প্রায় ১৫০ অবস্থানে বিমান হামলা চালিয়েছে তেল আবিব।

সম্প্রতি ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী এভিগডোর লিবারম্যান বলেছেন, গাজায় ফিলিস্তিনিদের সাথে ইসরাইলের আরেকটি যুদ্ধ ‘অবশ্যম্ভাবী’ হয়ে পড়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন