ইতালিতে সেঁতু ধসে ২২ জন নিহত

  14-08-2018 09:09PM

পিএনএস ডেস্ক :ইতালির বন্দর নগরী জেনোয়াতে একটি সেঁতু ধসে কমপক্ষে ২২ জন নিহত হয়েছে। সেঁতুর প্রায় ১০০ মিটার অংশ ধসে পড়ার পর বহুসংখ্যক গাড়ি ধ্বংসস্তুপের নিচে চাঁপা পড়েছে।

জেনোয়া শহরের পুলিশ জানিয়েছে, সেঁতুটি ধসে পড়ার কারণে সেখানকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। নিহত হওয়ার খবর প্রকাশের পর এ দুর্ঘটনাকে ‘অত্যন্ত দুঃখজনক’ উল্লেখ করে টুইটারে একটি পোস্ট দিয়েছেন ইতালির যোগাযোগমন্ত্রী দানিলো তোনিনেল্লি।

এদিকে, ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স সার্ভিসের এক মুখপাত্রের বরাত দিয়ে একটি স্থানীয় সংবাদ মাধ্যম নিহত মানুষের সংখ্যা আরও বেশি বলে উল্লেখ করে। ফায়ার ব্রিগেড জানায়, আজ (মঙ্গলবার) স্থানীয় সময় আনুমানিক সকাল সাড়ে ১১টার ব্রিজটির একটি অংশ ধসে পড়ে। এসময় সেখানে মূষলধারে বৃষ্টি হচ্ছিল।

একজন প্রত্যক্ষদর্শী জানান, ওই সময় ব্রিজের ওপর আট থেকে নয়টি গাড়ি অবস্থান করছিল। ১৯৬০ সালে নির্মিত এই সেঁতুটি ২০১৬ সাল থেকে পুননির্মাণের কাজ চলছিল।


পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন