নীল নদের পাশে নৌকা ডুবে ২৪ জনের মৃত্যু

  16-08-2018 10:07AM


পিএনএস ডেস্ক: সুদানের উত্তরাঞ্চলে নীল নদের পাশে প্লাবিত এলাকা পাড়ি দেওয়ার সময় নৌকাডুবির ঘটনায় অন্তত ২৪ জন শিশুর মৃত্যু হয়েছে। শিশুদের সঙ্গে থাকা এক নারী স্বাস্থকর্মীও ডুবে যান। ইঞ্জিনচালিত নৌকাটিতে প্রায় ৪০ জন শিশু ছিল। তারা সবাই বিদ্যালয়ের শিক্ষার্থী।

বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, বুধবার বিদ্যালয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। নীল নদের পাশে প্রায় আড়াই কিলোমিটার বন্যাকবলিত এলাকা পাড়ি দেওয়ার সময় প্রবল স্রোতের মুখে পড়ে নৌকাটি। এ সময় নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে পড়লে এটি ডুবে যায়। এখন পর্যন্ত দুজনের লাশ পাওয়া গেছে।

স্থানীয় কেনবা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবিল খায়র আদম ইউনিস বলেন, শিক্ষার্থীরা সাধারণত হেঁটে স্কুলে যায়। কিন্তু কয়েক সপ্তাহ ধরে ভারী বর্ষণে এলাকা প্লাবিত হওয়ায় তারা নৌকায় করে বিদ্যালয়ে যাচ্ছিল। নৌকা উল্টে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুদের বয়স সাত থেকে ষোলো বছরের মধ্যে। তাদের বেশির ভাগই মেয়ে শিক্ষার্থী।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন