সৌদি আরবে চরমপন্থী গ্রেপ্তার

  16-08-2018 02:57PM


পিএনএস ডেস্ক: সৌদি আরবে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ের পর ভারী অস্ত্রসহ আহত অবস্থায় একজন ‘চরমপন্থীকে’ গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) আদর্শে অনুপ্রাণিত এবং তার কাছ থেকে একটি মেশিন গান, একটি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

রাষ্ট্র পরিচালিত টিভি আল-আখবারিয়া নগরীতে এই ঘটনা ঘটে। লোকটি সম্ভবত একটি বিস্ফোরক ভর্তি বেল্ট পরে ছিল।

ঘটনাটি এমন এক সময় ঘটল যখন দেশটি পবিত্র হজ পালনের প্রস্তুতি নিচ্ছে। ১৯ থেকে ২৪ আগস্ট এ বছরের হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে।

দেশটিতে আল-কায়েদা ও ইসলামিক স্টেটসহ জিহাদিরা সাম্প্রতিক বছরগুলোতে একাধিক হামলা চালিয়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন