ফিলিস্তিনিতে ইসরায়েলি সেনাদের হামলায় শিশুসহ নিহত ৩

  15-09-2018 03:19PM

পিএনএস ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় শিশুসহ তিনজন নিহত হয়েছে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) নিজ ভূমিতে ফিরে যাওয়ার দাবিতে বিক্ষোভ করার সময় ইসরায়েলি হাতে নিহত হয় ওই তিন ফিলিস্তিনি।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজার জাবালিয়া শহরে ১২ বছর বয়সী শিশু শাদি আব্দুল আজিজ মাহমুদ আব্দুলাল নিহত হয়েছে। তার মাথায় গুলি করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা আরও জানিয়েছেন, আল-বুরেইজ শরণার্থী শিবিরের পূর্ব দিকে বিক্ষোভ করার সময় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন ২১ বছর বয়সী মোহাম্মাদ শাকুরা। এছাড়া রাফায় নিহত হয়েছেন ২১ বছর বয়সী হানি রামজি আফানা।

এছাড়া বহু ফিলিস্তিনি আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকটি শিশুও রয়েছে।

গত ৩০ মার্চ থেকে ফিলিস্তিনিরা নিজেদের ভূমি ফিরে পেতে নতুন করে আন্দোলন গড়ে তুলেছে। প্রতি শুক্রবার বিক্ষোভের মাত্রা বেড়ে যায়। ৩০ মার্চ থেকে এ পর্যন্ত ১৭৫ জন ফিলিস্তিনি বিক্ষোভের সময় নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৯ হাজার ফিলিস্তিনি।সূত্র- পার্সটুডে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন