লেজারনিয়ন্ত্রিত বোমা কিনছে সৌদি আরব

  15-09-2018 03:53PM

পিএনএস ডেস্ক : ২০১৫ সাল থেকে চলমান একটি চুক্তিকে সম্মান দেখাতে সৌদি আরবকে বোমা সরবরাহ করতে বাধ্য হচ্ছে স্পেন। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ বোরেল এ কথা জানিয়েছেন। সম্প্রতি এএফপি’র একটি প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

বোরেল জানায়, ইয়েমেন যুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকা সত্ত্বেও সৌদি আরবের কাছে ৪০০ লেজারনিয়ন্ত্রিত বোমা বিক্রি করছে স্পেন। এর আগে ইয়েমেনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বিক্রয় চুক্তি স্থগিত করেছিল স্পেন। তবে সৌদি আরবের ক্ষেত্রে েএটির ব্যত্যয় ঘটেছে।

জাতিসংঘের হিসাবে ইয়েমেন যুদ্ধে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে ১০ হাজার মানুষ। দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে প্রায় ৮৪ লাখ মানুষ। এসব মানুষের দুর্ভোগের জন্য অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ আন্তর্জাতিক মানবাধিকার গ্রুপগুলো সৌদি আরবের কাছে পশ্চিমা দেশগুলোর অস্ত্র বিক্রিকে দায়ী করে থাকে।

গত মাসে ইয়েমেনের এক স্কুলবাসে সৌদি আরবের বিমান হামলায় ৪০ জনেরও বেশি শিশু নিহত হলে বিশ্বজুড়ে নতুন করে সমালোচনা শুরু হয়। জাতিসংঘ সৌদি আরবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ দায়েরের প্রস্তুতি শুরুর পর দেশটি জানায় ভুলবশত ওই হামলা চালানো হয়েছে। স্পেন সরকারও ওই সময়ে সৌদি আরবের কাছে বোমা বিক্রি স্থগিত রাখার ঘোষণা দেয়।

বোরেল বলেন, সরকারের কয়েকটি মন্ত্রণালয় বেশ কয়েক সপ্তাহ ধরে এ ইস্যু নিয়ে কাজ করেছে এবং অস্ত্র বিক্রি অনুমোদনকারী কমিশন তিনবার চুক্তিটি পর্যালোচনা করে দেখেছে, কিন্তু চুক্তি বাতিল করার কোনো কারণ পাওয়া যায়নি।

স্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় গত মাসে জানায়, গত জুনে ক্ষমতাসীন হওয়া বর্তমান সমাজতান্ত্রিক সরকার বেসামরিক মানুষের ওপর ব্যবহার করতে পারে, এমন কারও কাছে কখনও অস্ত্র বিক্রি করবে না।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন