তাজমহলে বিদেশি পর্যটকদের মধ্যে বানর আতঙ্ক!

  16-09-2018 09:37AM

পিএনএস ডেস্ক :ভারতে তাজমহলকে কেন্দ্র করে দেশি বিদেশি পর্যটকদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক৷ আর এই আতঙ্কের নাম বানর৷ তাদের বাঁদরামিতে অতিষ্ঠ পর্যটকরা৷এরা কখনও পর্যটকদের জিনিস চুরি করে পালায়, আবার কখনও বা দাঁত মুখ খিচিয়ে মারতে আসছে৷ রোমান্টিক এই স্মৃতি শৌধে পর্যটকদের রেহাই দিচ্ছেনা তারা৷ এককথায় তাদের আতঙ্কে ত্রস্ত পর্যটকরা৷ আর তার প্রভাব পড়ছে তাজমহলের ব্র্যান্ড ভ্যালুতেও৷

এদিকে পর্যটকদের অভিযোগ বানরের উপদ্রব কমাতে কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন৷আগ্রা ট্যুরিষ্ট ওয়েলফেয়ার চেম্বারের সভাপতি প্রহ্লাদ আগরওয়াল এর জন্য সরাসরি দায়ী করেছেন নিরাপত্তা ব্যবস্থার গলদকে৷ তিনি জানিয়েছেন, বানররা তাজমহলের ভেতরে ঢুকে পড়ে৷ কিন্তু ওদের আটকাতে কোনো ব্যবস্থাই নেওয়া হয় না৷ তাই এত ভয়হীনভাবে নিশ্চিতে ঘোরাফেরা করতে পারে৷ আর পর্যটকরা ওদের হামলার শিকার হয়৷

বানর সমস্যা মেটাতে আগ্রার জেলা প্রশাসক এন জি রবি কুমারকেও অসহায় দেখাল৷তিনি জানান, রাজ্যের ট্যুরিজম ডাইরেক্টরেট ও পর্যটন দফতরের মুখ্য সচিবকেও বারবার তাগাদা দেওয়া হয়েছে৷ কিন্তু কোনো ব্যবস্থা এখনও অবধি নেওয়া হয়নি৷

জেলা প্রশাসক একথা জানালেও ট্যুরিজম গিল্ডের চেয়ারম্যান অরুণ দং জানান, তাজমহলের নিরাপত্তা, রক্ষণাবেক্ষণের দায়িত্বে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, রাজ্য সরকার, আগ্রার প্রশাসন ও সেন্ট্রাল ইন্ডাষ্ট্রি সিকিউরিটি ফোর্স৷ তাদের ব্যর্থতার জেরে এই অবস্থা৷তিনি আশঙ্কা প্রকাশ করে জানান, বানরের আক্রমণের খবর ইন্টারন্যাশনাল মিডিয়ার কাছে পৌঁছলে বিদেশি পর্যটকদের সংখ্যা কমে যাবে৷

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন