‘ইসরাইল আল আকসা মসজিদকে ভাগ করার ষড়যন্ত্র করছে’

  16-09-2018 05:22PM


পিএনএস ডেস্ক: ইসরাইল মসজিদে আকসাকে মুসলমান ও ইহুদিদের মাঝে ভাগ করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

রবিবার রামাল্লায় স্বাধীনতাকামী একটি সংগঠনের বৈঠকে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মুসলমানদের প্রথম কেবলার সময় ও স্থানগত বণ্টনের পরিস্থিতি সামনে আসলে এর দায়ভার ইসরাইলকেই নিতে হবে। মসজিদে আকসা একটি স্পর্শকাতর বিষয়। যাকে নিয়ে ইসরাইল ষড়যন্ত্রের চাল খেলে যাচ্ছে। ইসরাইল মুসলমানদের মতো ইহুদিদেরকেও মসজিদে আকসায় ইবাদতের অধিকার দিতে চায়। যা মসজিদে ইবরাহীমের ক্ষেত্রে করা হয়েছিল।

উল্লেখ্য, ১৯৯৪ সালে পশ্চিম তীরে অবস্থিত মসজিদে ইবরাহীমে এক ইহুদি নামাজরত অবস্থায় ২৯ মুসল্লিকে গুলি করে হত্যা করেছিল। তারপর এ মসজিদটি মুসলমান ও ইহুদিদের মাঝে বণ্টন করে দেওয়া হয়। ১৯৬৪ সালের পর থেকে ইহুদিদের আল আকসা মসজিদ পরিদর্শনের উদ্দেশ্যে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এ সুযোগে ইহুদিরা ধর্মীয় রীতি নীতিও পালন করে থাকে। সূত্র: আল আরাবিয়া

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন