লিবিয়ায় জরুরি অবস্থা জারি, বাংলাদেশিদের জন্য কন্ট্রোল রুম

  16-09-2018 05:55PM

পিএনএস ডেস্ক : লিবিয়ার রাজধানী ত্রিপোলীতে আকস্মিক সংঘর্ষের ঘটনায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। গত ২৭ আগস্টের ওই ঘটনায় বাংলাদেশিদের জন্য সার্বক্ষণিক কন্ট্রোল রুম চালু করা হয়েছে।

চলমান এই ঘটনায় বাংলাদেশ দূতাবাস বাংলাদেশি অভিবাসীদের নিরাপত্তার বিষয়ে সচেষ্ট রয়েছে। বিদ্যমান পরিস্থিতিতে যে কোন সময়ে কর্মীদের সহায়তাকল্পে লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস সার্বক্ষণিক কন্ট্রোল রুম খুলেছে।

কন্ট্রোল রুমের নম্বর সমূহ হলো; ০০২১৮৯১৩৭৭৬৯১৪, ০০২১৮৯১৬৯৯৪২০৭, ০০২১৮৯২৬২৯৯২৭০, ইমেইল[email protected], [email protected], [email protected]

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন