চীনা পণ্যের ওপর শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের!

  18-09-2018 03:36PM




পিএনএস ডেস্ক: ২০ হাজার কোটি ডলার মূল্যের প্রায় ছয় হাজার চীনা পণ্যের ওপর শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। চীনের সাথে চলমান বাণিজ্য যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শুল্ক আরোপের পদক্ষেপ এটি।নতুন এ শুল্ক আগামী ২৪ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

চীনের চাল আমদানিতেও নতুন করে শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। হাতব্যাগ, চাল ও টেক্সটাইলের মতো পণ্যগুলোর ওপর শুল্ক আরোপিত হবে।

প্রথমে পণ্যগুলোর ওপর ১০ শতাংশ শুল্ক কার্যকর হবে। আগামী বছরের শুরু থেকে তা বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে। দুই দেশ চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত এ শুল্ক বহাল থাকবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ, যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মেধাসম্পদ চুরি ও স্থানান্তর করছে চীন। সূত্র: বিবিসি

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন