বিক্রি হচ্ছে বিখ্যাত টাইম ম্যাগাজিন

  18-09-2018 07:23PM

পিএনএস ডেস্ক : বিক্রি হয়ে যাচ্ছে বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন। ১৯ কোটি ডলারের বিনিময়ে তা কিনে নিচ্ছেন কম্পিউটার বিষয়ক সেলসফোর্স প্রতিষ্ঠাতা মার্ক বেনিওফ ও তার স্ত্রী লিনি বেনিওফ। ইন্টারনেট জগতে তারা মার্কিন বিলিয়নিয়ার। এক বিবৃতিতে মেরেডিথ করপোরেশন ঘোষণা করেছে যে, টাইম ম্যাগাজিন ব্যক্তিগতভাবে কিনে নিচ্ছেন সেলসফোর্সের প্রতিষ্ঠাতা ও তার স্ত্রী। ম্যাগাজিনটির প্রধান সম্পাদক এডওয়ার্ড ফেলসেনথাল বলেছেন, টাইম ম্যাগাজিনের নতুন মালিক হচ্ছেন মার্ক ও লিনি বেনিওফ। এতে আমি অধিক পরিমাণে থ্রিলড বোধ করছি।

বেনিওফ দম্পতি টাইম ম্যাগাজিনকে একটি পারিবারিক বিনিয়োগ খাত হিসেবে দেখবেন। এর সঙ্গে তাদের ব্যবসায়িত প্রতিষ্ঠান সেলসফোর্সের কোনো সম্পর্ক থাকবে না।

সেলসফোর্স হলো কম্পিউটারের সফটওয়্যার বিষয়ক একটি কোম্পানি। এটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠা করেন মার্ক বেনিওফ। টাইম ম্যাগাজিন কিনে নিলেও এতে প্রতিদিনের সিদ্ধান্ত বা কর্মকান্ডের সঙ্গে জড়িত হবেন না বেনিওফ দম্পতি। এসব সিদ্ধান্ত তারা ছেড়ে দেবেন ম্যাগাজিনটির বর্তমান নির্বাহী কর্মকর্তাদের হাতে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন