পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরানের জন্য খোলা হলো কাবা শরীফের দরজা

  19-09-2018 01:39PM

পিএনএস ডেস্ক : প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণের পর প্রথম বিদেশ সফরে বর্তমানে সৌদি আরবে রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। দুইদিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সৌদি আরব পৌঁছান তিনি।

সফরের দ্বিতীয় দিন বুধবার (১৯ সেপ্টেম্বর) পবিত্র ওমরাহ হজ পালন করেন ইমরান খান।

সবার জন্য কাবা শরীফের ভেতরে প্রবেশের অনুমতি না থাকলেও এদিন তার জন্য পবিত্র কাবা শরীফের দরজা খুলে দেওয়া হয়। পরে তিনি পবিত্র কাবা শরীফের ভেতরে প্রবেশ করেন। এসময় তিনি মুসলিম বিশ্বের জন্য দোয়া করেন।

সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে সৌদি সফর করছেন ইমরান খান। ইমরান খানের সফরসঙ্গী হয়েছেন পাকিস্তানের অর্থমন্ত্রী আসাদ উমার ও পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেইশি এবং মন্ত্রীসভার বেশ কয়েকজন সদস্য।

সন্ধ্যায় আবু ধাবিতে যাবেন তিনি। যেখানে তার ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ দেখার কথা রয়েছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন