নওয়াজ শরীফের সাজা স্থগিত

  19-09-2018 05:19PM

পিএনএস ডেস্ক : এভেনফিল্ড দুর্নীতির মামলায় পাকস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও তার কন্যা মরিয়ম ও জামাতা মোহাম্মদ সফদারের সাজা স্থগিত করেছে দেশটির একটি আদালত।

বুধবার (১৯ সেপ্টেম্বর) ইসলামাবাদ হাই কোর্ট এই রায় দিয়েছে।

গত ৬ জুলাই অ্যাকাউন্টাবিলিটি আদালতের ঘোষিত রায়ের বিরুদ্ধে আপিল শুনানির আবেদন করেন নওয়াজ শরীফ ও তার জামাতা ক্যাপ্টেন সাফদার।

বিচারপতি আতর মিনাল্লাহ ও বিচারপতি মিয়াংগুল হাসান আওরঙ্গজেবের সমন্বয়ে গঠিত ইসলামাবাদ হাই কোর্ট ডিভিশন বেঞ্চ এভেনফিল্ড রায়ের বিরুদ্ধে দোষীদের আবেদন গ্রহণ করেন এবং তাদের আপিলের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে ঘোষিত সাজা স্থগিত করেন।

হাই কোর্টের এই সিদ্ধান্তে আদালতে উপস্থিত পিএমএল-এন কর্মীরা আনন্দ ও উল্লাস প্রকাশ করেন।

আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর নওয়াজ, মরিয়ম ও ক্যাপ্টেন সাফদারকে কারাগার থেকে মুক্তি দেওয়া হবে। আজকে অথবা কয়েকদিনের মধ্যে তারা মুক্তি পাবে কিনা তা এখনও স্পষ্ট নয়।

দুর্নীতির মামলায় নওয়াজ শরিফ, মেয়ে মরিয়ম এবং মেয়ে জামাই গত জুলাই থেকে কারাগারে রয়েছেন। তবে কুলসুম নওয়াজের দাফন অনুষ্ঠানে যোগ দিতে নওয়াজ শরিফ, তার মেয়ে মরিয়ম নওয়াজ ও জামাতা ক্যাপ্টেন (অব.) সাফদারকে প্যারোলে মুক্তি দিয়েছে রাওয়ালপিন্ডির আদিয়াল জেল কর্তৃপক্ষ।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন