পাল্টাপাল্টি হুমকি দিল ভারত-পাকিস্তান

  23-09-2018 11:50AM

পিএনএস ডেস্ক : ভারত-পাকিস্তানের সীমান্ত নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্ব। সীমান্ত নিয়ে দেশ দুটির মধ্যে সম্প্রতি সামরিক উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। ভারতীয় সেনাপ্রধান পাকিস্তান সেনাবাহিনী হামলার কড়া জবাব দেয়া জরুরি বলে হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে পাকিস্তান সেনাবাহিনী ভারতের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত আছে বলে হুমকি দিয়েছে।

দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গাফফার ভারতের সঙ্গে যুদ্ধ করতে পাকিস্তান সেনাবাহিনী প্রস্তুত বলে যে বক্তব্য দিয়েছে তা মূলত ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতের বক্তব্যের পাল্টা জবাব বলে বিশ্লষকদের মত।

সম্প্রতি তিন পুলিশকর্মীকে হত্যা করা হয়েছে জম্মু ও কাশ্মীরে। এসময় বিএসএফ জওয়ানও মারা যায়। এরই পরিপ্রেক্ষিতে ভারতের সেনাপ্রধান বলেন, ‘আমাদের জওয়ানদের উপর জঙ্গি ও পাকিস্তানের সেনাবাহিনী যে বর্বরোচিত হামলা চালাচ্ছে, তার বদলা নেয়ার জন্য কড়া ব্যবস্থা জরুরি। ওদের একইরকম জবাব দিতে হবে। তবে ওদের মতো বর্বরোচিত কাজ করা যাবে না। ওদেরও একইরকম যন্ত্রণা ভোগ করতে হবে।’

‘পাকিস্তান যখনই সীমান্তে ভারতের বিরুদ্ধে কিছু করেছে, তখনই আমরা ওদের উপর পাল্টা আক্রমণ চালিয়েছি। পাকিস্তানের অনেক ক্ষতি হয়েছে। আমরা ওদের প্রতিরক্ষা ব্যবস্থার অনেক ক্ষতি করেছি। তবে কখনও বর্বর আচরণ করিনি। ওরা মে মাসে সংঘর্ষ বিরতির আবেদন জানায়। আমরা সেই আবেদন মেনে নেই। তবে ওরা যদি এ ধরনের আচরণ চালিয়ে যায়, তাহলে আমাদের ব্যবস্থা নিতে হবে বলে মন্তব্য করেন ভারতীয় সেনা প্রধান’

পাকিস্তানের সেনা বাহিনী ভারতের সেনাপ্রধানের এমন বক্তব্যের পাল্টা বক্তব্যও দিয়েছেন। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গাফফার বলেছেন, ‘আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। কিন্তু পাকিস্তানি জনগণ, প্রতিবেশী ও এ অঞ্চলের স্বার্থে শান্তির পথে হাঁটতে চাই।’

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান পুনরায় ভারতের সঙ্গে আলোচনা শুরু করতে চেয়ে নরেন্দ্র মোদিকে যে চিঠি দিয়েছিলেন তা প্রত্যাখ্যান করেছে ভারত। তারা বলছে, ভারতীয় জওয়ানদের সঙ্গে পাক রেঞ্জার্সের সদস্যদের বর্বরতম আচরণের পর আলোচনার টেবিলে বসার কোনো অর্থই হয় না।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন