ট্রাম্পের যে উদ্যোগে আতঙ্কে আছেন গ্রিনকার্ড আবেদনকারীরা!

  23-09-2018 01:34PM

পিএনএস ডেস্ক : আমেরিকায় বসবাসরত বিদেশিদের জন্য বিভিন্ন ধরনের সুবিধা বন্ধ কিংবা আরও কঠোর করার জন্য উদ্যোগ নিচ্ছে ট্রাম্প প্রশাসন। নতুন এক প্রস্তাবনা অনুযায়ী যেসব অভিবাসীরা খাদ্য, বাসস্থান বা স্বাস্থ্যসেবা নিচ্ছেন তারা বোঝা হিসেবে বিবেচিত হবেন এবং তাদের গ্রিন কার্ড পাওয়ার আবেদন প্রত্যাখ্যান হতে পারে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই প্রস্তাবনা পাস হলে দেশটিতে বৈধভাবেও যেসব বিদেশি যাবেন বা রয়েছেন, তাদের জন্য খাদ্য সহায়তা, গৃহায়ন কিংবা স্বাস্থ্যসেবা পাওয়া কঠিন হয়ে দাঁড়াবে। হোমল্যান্ড সিকিউরিটির বিভাগের প্রস্তাবিত রেগুলেশন্সে অভিবাসন কর্মকর্তাদের ভিসা কিংবা বসবাসের অনুমতি প্রত্যাখ্যানের ক্ষমতা বাড়ানোর কথা বলা হয়েছে।

দেশটিতে বসবাসের অনুমতি পাওয়া ব্যক্তিদের স্বাস্থ্যসেবার মতো কিছু বিষয়ে সেবা পাওয়ার আইনগত অধিকার রয়েছে।নতুন নীতমালা হলে বিদেশিদের জন্য এসব সুবিধা পাওয়া কঠিন হয়ে পড়বে।

যারা ভিসা চাইবেন বা স্থায়ী বসবাসের আইনগত অনুমতি চাইবেন তাদের জন্য নতুন নীতিমালা প্রযোজ্য হবে। তবে যারা নাগরিকত্বের আবেদন করবেন তাদের জন্য প্রযোজ্য হবে না।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন