প্রতিমা বিসর্জন দিতে গিয়ে ১৮ জন পানিতে ডুবে মৃত্যু

  26-09-2018 07:42AM


পিএনএস ডেস্ক: ভারতে গণেশ পূজা উৎসব শেষে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে ১৮ জন পানিতে ডুবে মারা গেছে। দেশটির মহারাষ্ট্র রাজ্যে এ ঘটনা ঘটেছে। রবিবার ছিল এ বিসর্জন উৎসবের চূড়ান্ত দিন। এই উৎসবের বিসর্জন শুরুর পর ওই প্রাণহানির ঘটনা ঘটে।

কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার বিকাল থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় মুম্বাইয়ের ভান্ডপে এক জন, পুনেতে চার জন, রতনগিরিতে তিন জন, জালনায় তিন জন, ভানদারায় দুই জন, সাতারায় দুই জন এবং নানদেদ, বুলধানা ও আহমেদনগরে এক জন করে ডুবে মারা যায়।

গত ১৩ সেপ্টেম্বর এ উৎসব শুরু হয়। গণেশ ভক্তরা নেচেগেয়ে তাদের দেবতার মূর্তি আরব সাগর, সাগরের খাঁড়ি, বিভিন্ন নদী, হ্রদ, পুকুর, কুঁয়া, কৃত্রিম ট্যাংক ও অন্যান্য জলাশয়ে বিসর্জন দেয়।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন