মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জাকির নায়েকের সমালোচনা করলেন

  26-09-2018 12:57PM


পিএনএস ডেস্ক: মালয়েশিয়ার ইসলাম বিষয়ক মন্ত্রী মুজাহিদ ইউসোফ রাওয়া বলেছেন, ইসলাম প্রচার করতে গিয়ে অন্য ধর্মকে প্রায়ই অপমান করেন ভারতীয় মুসলিম প্রচারক ডা. জাকির নায়েক। তিনি বলেন, যদি ইসলাম শান্তির ধর্ম হয়ে থাকে, তবে অন্য ধর্মকে অপমান করার কোনো প্রয়োজন নেই।

মুজাহিদ ইউসোফ আরো বলেন, ইসলাম বিষয়ক মন্ত্রী হিসেবে অন্য ধর্মের মানুষের অধিকার রক্ষা করা আমার দায়িত্ব। আগে ইসলাম প্রচারের কাজগুলো সফল হতো। কারণ তখন অন্য ধর্মের মানুষের বিশ্বাসে আঘাত হানা হতো না।

‘বহুজাতির মানুষের সঙ্গে বসবাসের চ্যালেঞ্জ এবং ইসলাম’ বিষয়ক একটি সেমিনারের উদ্বোধনী বক্তব্যে মালয়েশিয়ার ধর্মমন্ত্রী এ কথা বলেন।

অন্য ধর্মের প্রতি আক্রমণ করা মালয়েশিয়ার আইনকানুন ও রীতিবিরোধী। মালয়েশিয়ায় আশ্রয় নেয়া নায়েকের বিরুদ্ধে তদন্ত করছে ভারতীয় কর্তৃপক্ষ। আমরা অন্যদের সঙ্গে হাস্যকর বিতর্কে জড়াতে চাই না বলে জানান ধর্মমন্ত্রী।

মন্ত্রী বলেন, অন্য ধর্মকে উপহাস না করে ইসলাম প্রচারের পদ্ধতি এবং বুদ্ধিমত্তা অর্জন করতে হবে আমাদের।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন