ইন্দোনেশিয়ার ৬ মাত্রার ভূমিকম্পে নিহত ৩

  11-10-2018 04:36PM

পিএনএস ডেস্ক :ইন্দোনেশিয়ার জাভার পূর্বাঞ্চলে ৬ মাত্রার ভূমিকম্পে একটি ভবন ধসে তিনজনের মত্যু হয়।

বৃহস্পতিবারের (১১ অক্টোবর) এ ভূমিকম্পে জাভার পাশাপাশি বালি দ্বীপেরও বেশ কয়েকটি ভবন ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। আতঙ্কে দ্বীপ দুটির অসংখ্য বাসিন্দাকে বাড়িঘর ছেড়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিতে দেখা গেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, জাভার সুমবেরানায়ারের ৪০ কিলোমিটার উত্তরপূর্বে ভূমিকম্পটির উৎপত্তি হয়।

শক্তিশালী ভূমিকম্পের সময় সেখানে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বার্ষিক সম্মেলন চলছিল।

সম্মেলনে অংশ নিতে বিভিন্ন দেশের ১৯ হাজারেরও বেশি প্রতিনিধি, মন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের প্রধানরাসহ বিভিন্ন দেশের শীর্ষ কর্মকর্তারা এখন বালিতেই অবস্থান করছেন।

উল্লেখ্য, ভূমিকম্পপ্রবণ ইন্দোনেশিয়ায় চলতি বছরও একের পর এক প্রাণঘাতি ভূমিকম্প আঘাত হেনে চলেছে। গত মাসে সুলাওয়েসি দ্বীপে ৭ দশমিক ৫ মাত্রার ভয়াবহ এক ভূমিকম্পের পর সুনামিতে দুই হাজারেরও বেশি মানুষ নিহত হয়।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন