রাস্তা পরিষ্কার করলেন নাদাল

  11-10-2018 09:27PM

পিএনএস ডেস্ক : ভয়ঙ্কর ঝড় ও বন্যায় বিপর্যস্ত মায়োর্কা। তিনি মুখ ফিরিয়ে থাকতে পারেননি। রাফায়েল নাদাল এগিয়ে এলেন। পরিচয় দিলেন তার উদার মনের। হাত লাগালেন রাস্তা পরিষ্কারের কাজে। সেইসঙ্গে বন্যা-বিধ্বস্ত ও ঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত মানুষদের মায়োর্কার কাছেই নিজের একাডেমিতে এসে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধও করলেন।

নাদাল যে কতটা দায়িত্ববান নাগরিক, তার প্রমাণও মিলল। ঝড় ও বন্যাবিধ্বস্ত অঞ্চলে যে স্বেচ্ছাসেবকরা রাস্তার কাদা, পানি পরিষ্কারে নেমেছিলেন, তাদের সঙ্গেই বুট পায়ে দিয়ে হাতে কাদা পরিষ্কারের যন্ত্র নিয়ে কোমর বেঁধে নেমে পড়েন বিশ্বের ১ নম্বর টেনিস তারকা।

স্প্যানিশ পত্রিকা 'এএস'র ওয়েবসাইটে একটি ভিডিও আপলোড করা হয়েছে। যে ভিডিওতে দেখা যাচ্ছে নাদাল স্বেচ্ছাসেবকদের সঙ্গে কাজে হাত লাগিয়েছেন। পরে নাদাল টুইট করেন, অত্যন্ত দুঃখের দিন মায়োর্কার জন্য। সান লোরেন্সে ঝড়ে ও বন্যায় ক্ষতিগ্রস্তদের পরিবারকে সমবেদনা জানাই।

নিহতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। যাদের আশ্রয় দরকার, তারা যেন আমার একাডেমিতে এসে আশ্রয় নেন।

উল্লেখ্য, মায়োর্কায় ঝড় ও বন্যায় ইতিমধ্যেই ৯ জনের মৃত্যু হয়েছে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন