রাশিয়ার দ্বীপপুঞ্জে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

  12-10-2018 11:46AM

পিএনএস ডেস্ক : রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) স্থানীয় সময় ১০টা ১৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। তবে ভূমিকম্পের পর কোন ক্ষয়ক্ষতির খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

রাশিয়া বিজ্ঞান একাডেমির (আরএএস) এক বিবৃতিতে ভূমিকম্পের তথ্য নিশ্চিত করে বলা হয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ৪৯.২ ডিগ্রী উত্তর অক্ষাংশ ও ১৫৬.৮ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে ভূ-পৃষ্ঠের ৭৪ কিলোমিটার গভীরে। আর এটির অবস্থান হচ্ছে জনবিরল ওনেকোটান দ্বীপের প্রায় ১৫০ কিলোমিটার পূর্বে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন