মিসরে চার্চে বোমা মামলায় ১৭ জনের মৃত্যুদণ্ডের সাজা

  12-10-2018 12:30PM

পিএনএস ডেস্ক : মিসরের আলেকজান্দ্রীয়ার একটি চার্চে ভয়াবহ বোমা হামলার মামলায় ১৭ জনের মৃত্যুদণ্ডাদেশ, ১৯ জনকে যাবজ্জীবন, এবং ১০ জনকে বিভ্ন্নি মেয়াদে সাজা দিয়েছেন সামরিক আদালত।

আলজাজিরার এক প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৬ ও ২০১৭ সালের সে বোমা হামলায় জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এ আদেশ দিলেন আদালত।

মিসরের মানবাধিকার আইনজীবী খালেদ ইল-মাশরি বলেন, সামরিক আদালতের প্রসিকিউটররা আসামীদের ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে জড়িত থাকাসহ চার্চ এবং নিরাপত্তাকর্মীদের ওপর হামলায় অভিযুক্ত করেন। তবে দণ্ডপ্রাপ্তরা আদালতে আপিল করার সুযোগ পাবেন।

উল্লেখ্য, ২০১৭ সালের এপ্রিলে দেশটির বন্দরনগরী আলেকজান্দ্রীয়ার একটি চার্চে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় ৪৫ জন নিহত হয়। এর আগে ২০১৬ সালে ডিসেম্বরে টান্টা শহরের কায়রো কপটিক ক্যাথেড্রালে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়। এই দুটি হামলার দায় স্বীকার করে আইএস।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন