এবার মুখ খুললেন রাহুল

  12-10-2018 07:53PM

পিএনএস ডেস্ক : বলিউডে অভিনেত্রীদের যৌন হেনস্থার অভিযোগ নিয়ে এবার মুখ খুললেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। শুক্রবার টুইট করে #মিটু আন্দোলনকে সমর্থন জানান তিনি।

টুইটারে কংগ্রেস সভাপতি লিখেন, নারীদের যে মর্যাদা ও সম্মান দেওয়া উচিত, এই আন্দোলন থেকে সেই শিক্ষা নিচ্ছে সবাই। এটা ভেবে আমি আনন্দিত যে, এতদিন যারা নারীদের সম্মান ও মর্যাদাহানি করেছিলেন, এখন তারা কোণঠাসা হচ্ছেন।

তিনি আরো বলেন, পরিবর্তনের জন্য সত্য সব সময়ই জোরে এবং স্পষ্টভাবে বলা উচিত।

ভারত জুড়ে জোরালো হচ্ছে মিটু বিতর্ক। বিভিন্ন ক্ষেত্রের বিখ্যাতদের বিরুদ্ধে একের পর এক যৌন নির্যাতনের অভিযোগ আসছে। রাজনীতির ময়দানে এই তালিকায় নাম এসেছে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবরের।

তবে প্রতিমন্ত্রী থাকার সময়ে নয়, তার বিরুদ্ধে অভিযোগগুলো সেই সময়ের, যখন তিনি ছিলেন একজন সম্পাদক ও সাংবাদিক। অভিযোগ যারা করেছেন, তারা সাংবাদিক হিসেবে পরিচিত। এই অভিযোগের পর আকবরের ইস্তফার দাবিতে সরব হয়েছে কংগ্রেস।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন