পাকিস্তানে সেই জয়নবের খুনির ফাঁসির আদেশ বহাল

  13-10-2018 02:05AM

পিএনএস ডেস্ক: পাকিস্তানে বহুল আলোচিত শিশু জয়নব হত্যাকাণ্ডের প্রধান আসামি মোহাম্মদ ইমরানের মৃত্যুদণ্ডের আদেশ বহাল রেখেছেন দেশটির উচ্চ আদালত।

পাঞ্জাব প্রদেশের ৭ বছরের শিশু জয়নব আনসারিকে ধর্ষণ ও হত্যার দায়ে তার এ সাজা বহাল রাখা হয়েছে। এর আগে গত ফেব্রুয়ারি মাসে তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল নিম্ন আদালত।

উল্লেখ্য, পাকিস্তানের কাসুর শহরে ৭ বছর বয়সী শিশু জয়নবকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় সৃষ্ট বিক্ষোভে পুলিশের গুলিতে দুই ব্যক্তি নিহত হন।

কয়েক দিন নিখোঁজ থাকার পর বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে একটি ময়লার ভাগাড় থেকে জয়নবের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ফরেনসিক রিপোর্ট ও পলিগ্রাফিক পরীক্ষায়ও প্রমাণ হয়েছে ইমরানই জয়নবকে হত্যা করেছে।

জয়নবের শরীরে পাওয়া সন্দেহভাজন অপরাধীর ডিএনএ নমুনাটি আগে ধর্ষণের শিকার হওয়া সাতটি শিশুর শরীরেও পাওয়া গিয়েছিল।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন