শ্রীলঙ্কার পার্লামেন্ট ভেঙে দিলেন প্রেসিডেন্ট সিরিসেনা

  10-11-2018 08:53AM


পিএনএস ডেস্ক: ক্ষমতার দ্বন্দ্বের জেরে আগাম নির্বাচনের পথে এখন শ্রীলঙ্কা। শুক্রবার ডিক্রি জারি করে দেশের নির্বাচিত পার্লামেন্ট ভেঙে দিলেন প্রেসিডেন্ট মৈত্রিপালা সিরিসেনা। এ দিন মধ্যরাত থেকেই প্রেসিডেন্টের নির্দেশিকা কার্যকর হবে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।

অক্টোবরের শেষ দিকে এক আকস্মিক সিদ্ধান্তে একদা জোটসঙ্গী ইউএনপি নেতা রনিল বিক্রমাসিঙ্ঘেকে অপসারণ করেন প্রেসিডেন্ট সিরিসেনা। তার স্থানে তিনি সাবেক প্রেসিডেন্ট মহিন্দা রাজাপাকসেকে প্রধানমন্ত্রী পদে বসান। সেই সঙ্গে পার্লামেন্ট সাসপেন্ড করে দেন। তার এই পদক্ষেপের ফলে দেশে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়।

এই পরিস্থিতিতে ২২৫ আসনের শ্রীলঙ্কার পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের কথা ছিল নবনিযুক্ত প্রধানমন্ত্রী রাজাপাকসের। কিন্তু আস্থাভোটের আগেই পার্লামেন্ট ভেঙে দেয়া হলো। প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার থেকে ৮ জন সদস্য কম আছে বলে জানিয়েছে তারা। সূত্রের খবর, আগামী বছরের প্রথম দিকে শ্রীলঙ্কায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন