ককপিটে ধোঁয়া দেখে ভারতে ৭৬ আরোহী নিয়ে বিমানের জরুরি অবতরণ

  10-11-2018 01:01PM


পিএনএস ডেস্ক: ভারতের ইন্ডিগো এয়ারের একটি বিমান ৭৬ আরোহী নিয়ে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই যান্ত্রীক ত্রুটির কারণে জরুরি অবতরণ করেছে। এতে পাইলটের বুদ্ধিমত্তায় প্রাণে রক্ষা পেয়েছেন প্লেনের আরোহীরা।

এ ব্যাপারে মানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে প্লেনটি উড্ডয়নের পর এর পাইলট যান্ত্রীক ত্রুটির কথা জানান। মাত্র ১৫ মিনিটের মধ্যে প্লেনটি ফের বিমানবন্দরে ফেরত আসে। খবর টাইমস অব ইন্ডিয়া’র।

এদিকে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, গৌহাটি অভিমুখী ইন্ডিগো এয়ারের একটি বিমান কলকাতা নেতাজি সুবাস চন্দ্র বোস বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। এর কয়েক মিনিটের মধ্যেই পাইলট কার্গো অংশের ভেতর থেকে ধোঁয়া নির্গত হতে দেখেন।

ককপিটে অ্যালার্ম বেজে উঠলে পাইলট দ্রুত এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) জানায়। তবে কি কারণে ওই ধোঁয়া উড়েছে সে বিষয়ে প্রাথমিক কোনো তথ্য জানা যায়নি।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন