ইয়েমেনে যুদ্ধরত সৌদির যুদ্ধবিমানে জ্বালানি দেবে না যুক্তরাষ্ট্র

  11-11-2018 11:33AM


পিএনএস ডেস্ক: ইয়েমেনে যুদ্ধরত সৌদি আরবের যুদ্ধবিমানে জ্বালানি দেওয়া বন্ধ করে দেবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এমনকি জ্বালানি সরবরাহ সহযোগিতা চুক্তিরও ইতি টানার সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর রয়টার্স’র।

যুক্তরাষ্ট্র চুক্তিটি বাতিল করবে বলে ওয়াশিংটন পোস্টে একটি খবর প্রকাশিত হয়। এরপরই এই অনুরোধ জানানো হলো। অপরদিকে, ইয়েমেনে সৌদি জোটের অভিযানের ব্যাপারে বিশেষ করে তাদের উপর বিমান হামলায় বহু সাধারণ নাগরিক নিহত হওয়ায় ব্যাপক সমালোচনা হয়। আর তারই প্রেক্ষাপটে ওয়াশিংটন চুক্তি বাতিল করতে যাচ্ছে।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র’র সঙ্গে আলোচনা করে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে তাদের অভিযান পরিচালনার জন্য জ্বালানি সরবরাহ চুক্তি বন্ধ করার অনুরোধ জানিয়েছে। এর আগে, পেন্টাগনের মুখপাত্র কমান্ডার রেবাকা রেবারিচ বলেন, সৌদি আরবের সঙ্গে আলোচনা চললেও ওয়াশিংটন পোস্টের খবরের বিষয়টি নিশ্চিত করা হয়নি।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন