কলার চালানে ২’শ ১০ কোটি টাকার কোকেন আটক

  16-11-2018 05:59PM

পিএনএস ডেস্ক : কলার চালানে পাচার করা প্রায় ২’শ ১০ কোটি টাকা মূল্যের ১৯০ কেজি কোকেন আটক করেছে নিউজিল্যান্ডের পুলিশ ও শুল্ক বিভাগ।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) এক যৌথ অভিযানে নিউজিল্যান্ডের অকল্যান্ড সমুদ্র বন্দরে এ বিপুল পরিমাণ কোকেন আটক করা হয়।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদেন জানানো হয়েছে, জব্দ হওয়া ওই কোকেনের দাম ২৫ মিলিয়ন ডলার (বাংলাদেশি টাকায় এর মূল্য ২০৯ কোটি ২৬ লাখ ৭৫ হাজার)।

বিপুল পরিমাণ এই মাদকদ্রব্য পাচারের অভিযোগে ৪১ বছর বয়সী এক ব্যক্তিকে পার্শ্ববর্তী দেশ অস্ট্রেলিয়াতে আটক করা হয়েছে। পানামার বালবোনা বন্দর থেকে ৪ আগস্ট অকল্যান্ডের উদ্দেশে চালানটি পাঠানো হয় বলে এক বিবৃতির মাধ্যমে দেশটির সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে।তবে পুলিশের ধারণা মাদকের গন্তব্য ছিল অস্ট্রেলিয়া।

নিউজিল্যান্ডের শুল্কবিষয়কমন্ত্রী ক্রিস ফাফোই বলেছেন, বিপুল পরিমাণ এই মাদকদ্রব্য আটক করার মাধ্যমে মানুষকে একটা বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করা গেল।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন