অত্যাধুনিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং

  17-11-2018 02:55AM



পিএনএস ডেস্ক: উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের উপস্থিতিতে একটি অত্যাধুনিক কৌশলগত অস্ত্রের পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং।

অস্ত্রটি ঠিক কী ধরণের তা স্পষ্ট নয়। তবে এর ফলে উত্তর কোরিয়ার প্রতিরক্ষা সক্ষমতা অনেক বেড়ে গেছে বলে দেশটি দাবি করেছে।

উত্তর কোরিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, দেশটির জাতীয় প্রতিরক্ষা একাডেমি প্রাঙ্গণে নতুন অস্ত্রের পরীক্ষা চালানো হয়। তবে পরীক্ষার সঠিক সময় জানানো হয় নি।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পরীক্ষার সময় এই অস্ত্রের শক্তি দেখে ভীষণ খুশী হয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। নতুন অস্ত্র তৈরির কাজে নিয়োজিত সবাইকে ধন্যবাদও জানান তিনি।

চলতি বছরের জুন মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঐতিহাসিক বৈঠকে বসেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

বৈঠকের পর ট্রাম্প জানান, সকল ধরণের পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে উত্তর কোরিয়া। তবে বর্তমানে দুই দেশের মধ্যে এ সংক্রান্ত আলোচনা স্থগিত রয়েছে। এ অস্ত্র পরীক্ষার ফলে আলোচনার সম্ভাবনা আরও হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন