ইজরাইলের ছোড়া টিয়ারশেল ক্যানে ফুলের চারা রোপণ

  18-11-2018 07:50AM



পিএনএস ডেস্ক: ফিলিস্তিনে গাজার পশ্চিম তীরবর্তী ‘বিলিন’ গ্রামের অধিবাসীরা বিভিন্ন বিক্ষোভে অবৈধ ইসরাইলী বাহিনীর নিক্ষিপ্ত টিয়ার গ্যাসের ক্যানে ফুলের চারা রোপণ করেছে। এর মাধ্যমে তারা বিভিন্ন সময়ে ইসরাইলীদের হাতে নিহত ফিলিস্তিনি বিক্ষোভকারীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে।

এ প্রসঙ্গে বিলিন গ্রামের বাসিন্দা মুহাম্মদ খাতিব জানান, অভিনব এই বাগানটি মূলত মৃত্যু থেকে জীবনের সূচনার প্রতীক হিসেবে তৈরি করা হয়েছে।

২০০৯ সালের এক বিক্ষোভে এ গ্রামের প্রধানদের একজন ‘বাসেম আবু রামেহ’ নিহত হওয়ার পর তার স্মরণে প্রথম এই বাগানটি তৈরি করা হয়। এ বিক্ষোভে ইসরাইলী বাহিনী তাকে লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করলে এর ক্যান তার বুকে লাগে এবং তিনি নিহত হন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন