সৌদি আরবে বোরকার বিরুদ্ধে প্রতিবাদ!

  19-11-2018 02:58AM

পিএনএস ডেস্ক: সৌদি আরবের কিছু নারী আবায়া বা বোরকার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। ইনসাইড-আউট আবায়া-হ্যাশট্যাগ দিয়ে তারা সামাজিক নেটওয়ার্কে ছবি পোস্ট করেছেন।

এসব নারী তাদের প্রতিবাদ জানাতে আবায়া বা বোরকা উল্টো করে পরে সেই ছবি পোস্ট করেছেন।

প্রায় পাঁচ হাজার নারী এই হ্যাশট্যাগ ব্যবহার করে টুইট করেছেন বলে বিবিসির খবরে প্রকাশ। খবরে বলা হয়েছে, তাদের বেশিরভাগই সৌদি আরবেই বসবাস করেন।

সৌদি নারীদের পোশাকের ব্যাপারে রয়েছে কঠোর বিধিনিষেধ। ঘরের বাইরে বের হতে আপাদমস্তক ঢাকা কালো রঙের বিশেষ পোশাক আবায়া বা বোরকা পরতে হয়। কিন্তু যুবরাজ মোহাম্মদ বিন সালমান ক্ষমতায় আরোহণের পর এ ব্যাপারে ছাড়ের কথা বলেন।

গত মার্চ মাসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছিলেন, ‘নারীরা মার্জিত এবং সম্মানজনক পোশাক পরবেন। এর মানে এই নয় যে, নারীরা আপাদমস্তক ঢাকা কালো রঙের পোশাক বা আবায়া পরবেন।’

তিনি আরো বলেছিলেন, ইসলামে আপাদমস্তক ঢাকা কালো পোশাক পরা বাধ্যতামূলক নয়। এ ব্যাপারে শরীয়া আইনটি স্পষ্ট বলেও তিনি উল্লেখ করেছিলেন।

মার্জিত এবং সম্মানজনক পোশাক বলতে কি বোঝায়? সে ব্যাপারে সুনির্দিষ্ট কোনো বক্তব্য আসেনি।

এছাড়া তার এই বক্তব্যের পরও নারীদের পোশাকের ওপর বিধিনিষেধ শিথিল করা হয়নি এবং আনুষ্ঠানিক কোনো নির্দেশ দেয়া হয়নি।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন