ফের সাগরে নামবে টাইটানিক

  19-11-2018 09:54PM

পিএনএস : অস্ট্রেলিয়ার খনি ব্যবসায়ী ক্লাইভ পামার টাইটানিক জাহাজের আদলে নির্মাণ করছেন ‘টাইটানিক ২’ । ২০২২ সালেই সমুদ্রপথে যাত্রা করবে এটি।

একটি ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ২০১২ সালেই পামার তাঁর পরিকল্পনার কথা জানিয়েছিলেন। সেই সঙ্গে বলেছিলেন, এই প্রকল্প ২০১৬ সাল নাগাদ শেষ হবে। কিন্তু ২০১৫-এ পামার তাঁর চীনের ব্যবসা নিয়ে কিছু সমস্যায় পড়ায় সাময়িকভাবে বন্ধ থাকে ‘টাইটানিক ২’-এর কাজ।

অবশেষে টাইটানিকের ১১০তম বার্ষিকীতে রূপ পেতে চলেছে ‘টাইটানিক ২’ প্রকল্প। জানা গিয়েছে এই জাহাজ প্রথমে দুবাই থেকে ইংল্যান্ডের সাদাম্পটনে পৌঁছবে। তারপর পুরনো টাইটানিকের রুট ধরেই সে পাড়ি দেবে আটলান্তিক। ডুবে যাওয়া টাইটানিকের জন্য নির্ধারিত রাস্তা ধরেই তা পৌঁছবে নিউইয়র্কে।

নিলামে উঠছে টাইটানিক জাহাজের রহস্যময় আয়না:
‘টাইটানিক ২’-এ আনুমানিক ২৪০০ যাত্রীর ব্যবস্থা থাকবে। এর বাইরে ক্রু মেম্বার থাকবেন ৯০০ জন। তবে পুরনো টাইটানিক ছিল কয়লা-চালিত। ‘টাইটানিক ২’ তা হচ্ছে না। হবে ডিজেল-চালিত। তবে আদি টাইটানিকের মতো চারটি চিমনি অপরিবর্তিত থাকছে। থাকছে সাবেক টাইটানিকের মতো ফার্স্ট, সেকেন্ড ও থার্ড ক্লাসের টিকিট।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন