সমগ্র পৃথিবীর খাদ্য উৎপাদন করবে রাশিয়া

  07-12-2018 10:22PM

পিএনএস ডেস্ক : সমগ্র পৃথিবীর চাহিদার সমান খাদ্য উৎপাদন করতে চায় রাশিয়া। কৃষিপণ্য রপ্তানি বৃদ্ধির প্রতি তাগিদ দিতে এ ঘোষণা দিয়েছেন রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ। এ বছর রাশিয়া রেকর্ড পরিমাণ খাদ্য রপ্তানি করেছে।

গত বছরের তুলনায় এবার ৫৪ শতাংশ অধিক গম রপ্তানি করেছে দেশটি। শষ্য রপ্তানি করে এ বছর দেশটির আয় ৬ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। সফলতাকে আরো ত্বরান্বিত করতেই দিমিত্রি মেদভেদেভ এ ঘোষণা দিয়েছেন। খবর রাশিয়ান টাইমস।

বৃহষ্পতিবার দেয়া এক সাক্ষাৎকারে আমরা মেদভেদেভ বলেন, ‘নব্বইয়ের দশকে কেউ কৃষি খাতে বিনিয়োগ করতে চাইত না। এখন রাশিয়া নিজের চাহিদা পূরণ করে বিদেশে খাদ্য রপ্তানি করে। এ বছর রাশিয়া পৃথিবীর সর্বোচ্চ গম রপ্তানিকারক দেশ হিসেবে আন্তপ্রকাশ করেছে। এখন সমগ্র পৃথিবীর চাহিদা মেটানোর উদ্দেশ্যেই এগিয়ে যাব।’ গত কয়েক বছরে রাশিয়ার কৃষি ব্যাপক বৃদ্ধি পেয়েছে জানিয়ে তিনি এ খাতকে আরো লাভজনক করে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন