ইয়াসিরকে অভিনন্দন ইমরান খানের

  08-12-2018 02:01AM

পিএনএস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া আবুধাবি টেস্টে বিশ্ব রেকর্ড গড়েছেন ইয়াসির শাহ। মাত্র ৩৩ টেস্টে দ্রুততম ২০০ উইকেট শিকার করেছেন পাকিস্তানের এই লেগ স্পিনার।

এই রেকর্ড গড়ার পথে পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খানকে ছাড়িয়ে যাওয়ার পাশাপাশি ৮২ বছরের রেকর্ড ভাঙেন ইয়াসির। ক্রিকেট বিশ্ব রেকর্ড গড়া ইয়াসিরকে অভিনন্দন জানিয়েছেন সাবেক অধিনায়ক ও বতর্মানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা ইমরান খান।

পাকিস্তানের এই কিংবদন্তি ক্রিকেটার টুইটারে লেখেন, ‘৩৩ টেস্টে দ্রুততম ২০০ উইকেট শিকারের মধ্য দিয়ে ৮২ বছর আগে অস্ট্রেলিয়ান ক্রিকেটারের রেকর্ড ভেঙে ইতিহাস গড়ায় ইয়াসিরকে অভিনন্দন।’ ১৯৩৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ উইকেট শিকারের মধ্য দিয়ে ৩৬ টেস্টে দ্রুততম ২০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন অস্ট্রেলিয়ান লেগ স্পিনার ক্ল্যারি গ্রিমেট।

৪৫ টেস্ট খেলে ২০০ উইকেট শিকার করেন পাকিস্তানের কিংবদন্তি পেস বোলার ইমরান খান। বিশ্বসেরা অলরাউন্ডার ও বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান ২০০ উইকেট শিকার করতে খেলেন ৫৪ ম্যাচ।
ইমরান খানের চেয়ে ১২ এবং সাকিবের চেয়ে ২১ টেস্ট কম খেলে ২০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন ইয়াসির শাহ।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন