পাকিস্তান ট্রাম্পের বিরুদ্ধে সার্বভৌম জাতি হিসেবে দাঁড়িয়েছে

  10-12-2018 07:47AM

পিএনএস ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বে তার দেশ আমেরিকার বিরুদ্ধে সার্বভৌম জাতি হিসেবে ঘুরে দাঁড়িয়েছে এবং অতীতের চেয়ে তারা সেকথা পরিষ্কারভাবে জনিয়ে দিয়েছে।

লন্ডনভিত্তিক স্বতন্ত্র রাজনৈতিক বিশ্লেষক ও লেখক অ্যাডাম গ্যারি ইরানের প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেছেন।

গত বৃহস্পতিবার ইমরান খান ওয়াশিংটন পোস্টকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, তার দেশ আর কখনো আমেরিকার ভাড়া করা বন্দুক হিসেবে যুদ্ধ করবে না এবং আমেরিকার সঙ্গে আগের সরকারগুলোর সম্পর্কের বিষয়ে দুঃখ প্রকাশ করেন তিনি। ইমরান বলেন, টাকার বিনিময়ে পাকিস্তান আমেরিকার হয়ে অন্য কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ করবে না।

ইমরান খানের এ বক্তব্য প্রসঙ্গে অ্যাডাম গ্যারি বলেন, পাক প্রধানমন্ত্রী বহুপাক্ষিক উইন-উইন চেতনাকে ধারণ করেছেন।

তিনি নতুন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ শুরু করেছেন যা মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র পরিকল্পনা ভুণ্ডুল করে দিতে পারে। ইমরানের এই অবস্থান পাকিস্তানের অর্থনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলবে।

কায়েদে আযম মুহাম্মাদ আলী জিন্নাহর পরে ইমরান খানকে পাকিস্তানের সেরা নেতা হিসেবেও মন্তব্য করেন অ্যাডাম গ্যারি।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন