ভারত মহাসাগরে সাবমেরিন-ডেস্ট্রয়ার নিয়ে মহড়া চালাবে ইরান

  10-12-2018 09:36AM


পিএনএস ডেস্ক: ইরানি নৌবাহিনী এবার ভারত মহাসাগরে মহড়া চালাবে। এই শীতেই মহড়া অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইরানের নৌবাহিনীর উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল হামজা আলী কাভিয়ানি।

মহড়ায় সুসজ্জিত যুদ্ধজাহাজ ছাড়াও থাকবে ইরানের সাবমেরিন ও ডেস্ট্রয়ার। নৌবাহিনীর শক্তিমত্তা প্রদর্শন এবং সক্ষমতা ও দক্ষতা শক্তিশালী করার লক্ষ্যে এ মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন হামজা আলী কাভিয়ানি।

সম্প্রতি গাদির শ্রেণির সাবমেরিন ও সাহান্দ ডেস্ট্রয়ার সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে ইরান।

গত ২৯ নভেম্বর ‘গাদির’ শ্রেণির দুটি সাবমেরিন ইরানের নৌবাহিনীর সঙ্গে যুক্ত হয়। এসব সাবমেরিনে অত্যাধুনিক সমরাস্ত্র ও প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এটি দিয়ে শত্রুর যুদ্ধজাহাজে টর্পেডো নিক্ষেপ ছাড়াও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা সম্ভব। অত্যাধুনিক ডেস্ট্রয়ার সাহান্দ গত ১ ডিসেম্বর ইরানের নৌবাহিনীতে যুক্ত হয়।

বেশ কিছু নতুন যুদ্ধজাহাজ সংযোজনের পর ইরানের নৌশক্তি এখন আগের তুলনায় অনেক বেশি। এবারের নৌ মহড়াটির দিকে নজর থাকবে প্রতিবেশী ও বৃহৎ রাষ্ট্রগুলোর।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন