তুর্কি সামরিক বাহিনীতে হিজাব নিষিদ্ধের দাবি, কড়া প্রতিবাদ এরদোগানের

  10-12-2018 05:11PM

পিএনএস ডেস্ক : তুরস্কের সেনাবাহিনীতে হিজাব নিষিদ্ধের দাবির কঠোর সমালোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান।

তিনি বলেছেন, তুরস্কের সব সরকারি প্রতিষ্ঠানে পোশাক পরার বিষয়ে স্বাধীনতা রয়েছে। যে কেউ যে কোন পোশাক পরে অফিসে আসতে পারে।

তুরস্কের সুপ্রিম কোর্টের একজন অ্যাটর্নি দাবি করেছেন, তুরস্কের সামরিক বাহিনীতে হিজাব পরতে দেওয়া হচ্ছে যা আইনের লঙ্ঘন। তুরস্কে ধর্মনিরপেক্ষতা বজায়ের বিষয়ে যে আইন রয়েছে তাতে হিজাব নিষিদ্ধের কথা বলা হয়েছে।

এই বক্তব্যের প্রতিক্রিয়ায় এরদোগান আরও বলেছেন, হিজাব বিরুদ্ধে বক্তব্য দেওয়ার মাধ্যমে ওই অ্যাটর্নিই জাতীয় আইন ও নীতিমালা লঙ্ঘন করেছেন। তুরস্কে বর্তমানে ইসলামপন্থী জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ক্ষমতায় রয়েছে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন