চ্যালেঞ্জের মুখোমুখি ব্রিটিশ প্রধানমন্ত্রী

  12-12-2018 03:35PM





পিএনএস ডেস্ক: চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। দলীয় নেতৃত্ব নিয়ে আস্থা ভোটের মুখোমুখি হচ্ছেন তিনি। থেরেসা মে'র দল কনজারভেটিভ পার্টির পক্ষ থেকে এ কথা বলা হয়েছে।

ব্রিটেনের স্থানীয় সময় বুধবার রাতে থেরেসা মে'র নেতৃত্বকে চ্যালেঞ্জ করে পার্লামেন্টে আস্থা ভোট অনুষ্ঠিত হবে। গ্রিনিজমান সময় ১৮টা থেকে ২০টা পর্যন্ত কনজারভেটিভ পার্টির এমপিরা এ আস্থা ভোটে অংশ নেবেন।

প্রসঙ্গত, পার্লামেন্টে এই আস্থা ভোটের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে থেরেসা মে'র ভবিষ্যৎ নির্ধারিত হবে।সূত্র: বিবিসি, আল-জাজিরা

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন