নাজিব রাজাকের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের মামলা

  13-12-2018 09:33AM





পিএনএস ডেস্ক: মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে কয়েক লাখ ডলার সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে নতুন করে একটি মামলা করা হয়েছে।

মামলায় নাজিব রাজাকারে পাশাপাশি ওয়ানএমডিবি সরকারি তহবিলের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তাকেও আসামি করা হয়েছে। তাদের দুজনের বিরুদ্ধে কয়েক লাখ ডলার সরকারি তহবিল আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

এ মামলা ছাড়াও ওয়ানএমডিবি তহবিলের অনিয়মের জন্য একটি মামলা চলমান রয়েছে নাজিবের বিরুদ্ধে। এতে দোষী সাব্যস্ত হলে ২০ বছরের কারাদণ্ড অথবা ১০ হাজার রিংগিত জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন তিনি।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন