চীনে কানাডার আরেক নাগরিক আটক

  14-12-2018 09:41AM


পিএনএস ডেস্ক: চীন ও কানাডার মধ্যে উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। জাতীয় নিরাপত্তাকে বিঘ্নিত করার অভিযোগে সাবেক কূটনীতিক মাইকেল করভিগের পর কানাডার আরেক নাগরিককে আটক করেছে চীন। তার নাম মাইকেল স্পেভর। তিনি উত্তর কোরিয়ার কাছে চীনের সীমান্তবর্তী শহর ডানডংয়ে ব্যবসা করেন।

করভিগের পর বুধবার স্পেভরকে আটক করার খবরও আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। খবর দ্য গার্ডিয়ানের।

এদিকে নিখোঁজ এ কানাডীয়র সঙ্গে যোগাযোগের জোর চেষ্টা চলছে বলেও বুধবার মন্ত্রণালয়টির পক্ষ থেকে জানানো হয়েছে। চীন এর আগে গত সপ্তাহে কানাডার সাবেক কূটনীতিক মাইকেল করভিগকে আটক করার কথা জানিয়েছিল। যুক্তরাষ্ট্রের অনুরোধে টেলিকম জায়ান্ট হুয়াওয়ের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা মেং ওয়ানঝৌকে গ্রেফতারের প্রতিবাদে বেইজিং এ দুই কানাডিয়ানকে আটক করেছে বলে বিশ্লেষকরা ধারণা করছে।

কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চলতি সপ্তাহে তাদের সঙ্গে যোগাযোগ করে জিজ্ঞাসাবাদের কথা জানিয়েছিলেন স্পেভর। এরপর থেকেই তার আর কোনো খোঁজ নেই। স্পেভরের সঙ্গে উত্তর কোরীয় সরকারের ঘনিষ্ঠ যোগাযোগ আছে বলা জানা গেছে। করভিগকে আটকের পর কানাডার কর্মকর্তারা এ ঘটনার সঙ্গে মেংয়ের গ্রেফতারে কোনো যোগসাজশ নেই বলে দাবি করেছিলেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন