আজই পদত্যাগ করবেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

  15-12-2018 12:09PM

পিএনএস ডেস্ক : ক্ষমতার লড়াইয়ের পর শনিবারই (১৫ ডিসেম্বর) পদত্যাগ করবেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। শুক্রবার (১৪ ডিসেম্বর) রাজাপক্ষের ছেলে সাংসদ নমল রাজাপক্ষে এক ট্যুইটে এই তথ্য জানান।

তিনি জানান, দেশের পরিস্থিতি স্থিতিশীল করার স্বার্থেই সাবেক প্রেসিডেন্ট রাজাপক্ষে শনিবার জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার পর প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

গত ২৬ অক্টোবর থেকেই বিতর্কের মুখে ছিলেন প্রধানমন্ত্রী রাজাপক্ষে। তার বিরুদ্ধে বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সুপ্রিমকোর্টের রায়ের পর তার পদত্যাগের সিদ্ধান্তের খবর প্রকাশ্যে এল।

সুপ্রিমকোর্ট একই সঙ্গে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার পার্লামেন্ট ভেঙে দেওয়ার পদক্ষেপকেও ‘অসাংবিধানিক’ বলে রায় দিয়েছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন