ভারত থেকে কম্বল আসল রোহিঙ্গাদের জন্য

  19-12-2018 03:16PM


পিএনএস ডেস্ক: রোহিঙ্গাদের জন্য ভারত সরকারের দেওয়া ত্রাণের কম্বলের একটি চালান এখন বেনাপোলে বন্দরে।মঙ্গলবার সন্ধ্যায় প্রায় ২৬ হাজার কম্বলের চালানটি চারটি ট্রাকে করে বেনাপোল বন্দরে প্রবেশ করে।

বেনাপোল কাষ্টমসের সহকারী কমিশনার উত্তম চাকমা জানান, ভারত সরকার রোহিঙ্গাদের জন্য ২ লাখ ২৫ হাজার পিস কম্বল ও ২ লাখ পিস সোয়েটার ত্রাণ দিচ্ছে। এর প্রথম চালানের ২৫ হাজার ৮শ' পিস কম্বল বেনাপোল বন্দরে এসে পৌঁছেছে।

ত্রাণের কম্বল ভারতীয় ট্রাক থেকে বন্দরের ৩০ নম্বর পণ্যাগারে রাখা হয়েছে। কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে কম্বলের চালানটি আগামী দুই এক দিনের মধ্যে চট্টগ্রামের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যাবে। সেখানে সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে এসব কম্বল বিতরণ করা হবে। কাস্টমসের কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাড়াতাড়ি যাতে বন্দর থেকে এসব কম্বল ছাড় করানো যায় সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন