ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বিমান হামলা

  13-01-2019 05:00PM

পিএনএস ডেস্ক : গাজার ইসরায়েল সীমান্তে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর নির্বিচারে গুলির পর এবার বিমান হামলা শুরু করেছে ইহুদি বাহিনী। শনিবার গাজায় হামাসের স্থাপনা লক্ষ্য করে যুদ্ধবিমান থেকে বেশ কয়েকটি বোমা নিক্ষেপ করে ইসরায়েলি সেনাবাহিনী।

হামাসের রকেট হামলার পাল্টা জবাব হিসেবে এ হামলা চালানো হয় বলে দাবি তেল আবিবের। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী হামাসের রকেট হামলার কথা বললেও এতে ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করেনি। এদিকে, ইসরায়েলি বিমান হামলায় গাজার বেশ কয়েকটি স্থাপনা ধ্বংস হয়ে গেলেও কোনো হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি।

এর আগে, গত শুক্রবার নিজ ভূমিতে ফিরে যাওয়ার দাবিতে গাজার ইসরায়েল সীমান্তে জড়ো হয়ে বিক্ষোভ করে শত শত ফিলিস্তিনি। এসময় তাদের লক্ষ্য করে ইহুদি সেনাবাহিনী নির্বিচারে গুলি করলে এক নারী নিহত হয়। আহত হয় অনেকে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন