সীমান্তে আরও সেনা পাঠিয়েছে তুরস্ক

  14-01-2019 07:37AM



পিএনএস ডেস্ক: সিরিয়ার সীমান্তবর্তী ইদলিব প্রদেশে বাড়তি সেনা ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে তুরস্ক।

মার্কিন সমর্থিত কুর্দি গেরিলা ওয়াইপিজি’র বিরুদ্ধে তুরস্ক সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে; তারই অংশ হিসেবে এইসব সেনা ও সামিরক যান পাঠানোর খবর এলো।

তুরস্কের বেসরকারি বার্তা সংস্থা ‘ডেমিরোরেন’জানিয়েছে, তুর্কি সামরিক বাহিনী গতকাল দেশের দক্ষিণাঞ্চলীয় হাতেই সীমান্তে যুদ্ধ-ট্যাংক ও সাঁজোয়াযান পাঠিয়েছে। একই দিনে তুরস্কের শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে সিরিয়ার ইদলিব পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকর।

বৈঠক শেষে আকর বলেন, “ইদলিবে যুদ্ধবিরতি ও স্থিতিশীলতা কার্যকর রাখার লক্ষ্যেই সোচি চুক্তির আওতায় সব প্রচেষ্টা চলছে। এ ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রয়েছে।”

২০১৭ সালের ১৭ সেপ্টেম্বর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের মধ্যে সোচি শহরে বৈঠক হয়। ওই বৈঠক থেকে ইদলিব শহরে যুদ্ধবিরতি কার্যকর করার সিদ্ধান্ত হয়েছিল।

শহরটিতে কুর্দি ওয়াইপিজি গেরিলারা তৎপর রয়েছে। এদের বিরুদ্ধে এখন অভিযান চালাতে চায় তুরস্ক।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন