সাংবাদিক হত্যা মামলায় যাবজ্জীবন রাম রহিমের

  17-01-2019 09:15PM

পিএনএস : স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ভারতের সিবিআই বিশেষ আদালত। ২০০২ সালের সাংবাদিক হত্যা মামলায় রাম রহিমসহ ৩ জনকে বৃহস্পতিবারে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন দেমটির পঞ্চকুল্লা বিশেষ আদালত।

গত ১১ জানুয়ারি সিবিআই আদালতের বিচারপতি জগদীপ সিং রাম রহিম, কুলদীপ সিং, নির্মল সিং ও কৃষ্ণন লালকে ১৭ বছরের পুরনো এই হত্যা মামলায় দোষী সাব্যস্ত করে। ভারতীয় সংবিধানের ৩০২ ধারা (খুন) ও ১২০বি (অপরাধমূলক ষড়যন্ত্র) ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছিল। এই মুহূর্তে রোহতাকের সুনারিয়া জেলে ২০ বছরের কারাবাসে রয়েছেন রাম রহিম।

২০০২ সালে সাংবাদিক রাম চন্দ্র ছত্রপতি ডেরায় নারীদের যৌন হেনস্তা নিয়ে একটি সংবাদ প্রতিবেদন প্রকাশ করেছিলেন। এর কিছুদিন পরেই অক্টোবর মাসে নিজের বাড়ির বাইরে গুলিবিদ্ধ হয়ে মারা যান ছত্রপতি। এরপর ২০০৭ সালে এই মামলার তদন্তের দায়িত্বভার দেওয়া হয় সিবিআইকে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন