মেক্সিকোয় জ্বালানি পাইপলাইনে আগুনে নিহত ২০

  19-01-2019 12:07PM

পিএনএস ডেস্ক : মেক্সিকোর মধ্যাঞ্চলে জ্বালানি পাইপলাইনে আগুন লেগে কমপক্ষে ২০ জন নিহত ও ৭১ জন আহত হয়েছে। ওই পাইপলাইন ফুটো হয়ে যাওয়ায় ভয়াবহ এ অগ্নিকাণ্ড ঘটেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

হিদালগো রাজ্যের গভর্ণর ওমর ফায়েদ জানান, পাইপ ফুটো হয়ে তেল বের হওয়ায় স্থানীয় লোকজন কাড়াকাড়ি করে তেল নেয়ার সময় সেখানে আগুন লেগে যায়। এতে কমপক্ষে ২০ জন আগুনে পুড়ে মারা যায়।

ফায়েদ আরও বলেন, এ ঘটনায় আরও ৭১ জন আহত হয়েছে। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

ঘটনার কারণ সম্পর্কে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানী পেমেক্সের পক্ষ থেকে বলা হয়েছে, জ্বালানি চোররা অবৈধভাবে এ ফুটোটি করেছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন