ইরাকেও গোপন সফর করলেন পেন্টাগন প্রধান

  12-02-2019 07:30PM

পিএনএস ডেস্ক : মার্কিন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহান আফগানিস্তানের পর এবার গোপনে ইরাক সফরে গেছেন। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের পতনের পরও ইরাকে মাার্কিন সেনা উপস্থিতি বজায় রেখেছে আমেরিকা। এর বিরুদ্ধে যখন ক্ষোভ তীব্র হচ্ছে তখন তিনি বাগদাদে এ সফর করছেন।

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় শানাহান দাবি করেন, ইরাক সরকারের আমন্ত্রণে তিনি এ সফরে এসেছেন। তিনি বলেন, “আমাদের স্বার্থ হচ্ছে ইরাকের নিরাপত্তা সক্ষমতা গড়ে তোলা।”

জানা গেছে, ইরাক সফরের সময় মার্কিন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ইরাকের প্রধানমন্ত্রী ও মার্কিন সেনা কমান্ডারদের সঙ্গে বৈঠক করবেন। কোনো কোনো খবরে বলা হচ্ছে- সেনা প্রত্যাহারের বিষয়ে তিনি মার্কিন কমান্ডারদের সঙ্গে মতবিনিময় করবেন।

এর আগে, গতকাল শানাহান গোপনে আফগানিস্তান সফর করেছেন।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন