দায়েশ সন্ত্রাসীদের ইউরোপে ফেরত নেয়ার কথা বললেন ট্রাম্প

  17-02-2019 10:33PM

পিএনএস ডেস্ক : সিরিয়া থেকে আটক করা উগ্র দায়েশ সন্ত্রাসীদেরকে ফেরত নেয়ার জন্য ইউরোপের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইউরোপ মহাদেশ থেকে যেসব সন্ত্রাসী সিরিয়া গিয়ে দায়েশের হয়ে কাজ করেছে তাদের দায়িত্ব ইউরোপকেই নেয়া উচিত।

ট্রাম্প বলেছেন, এসব সন্ত্রাসীকে ইউরোপ যদি ফেরত না নেয় তাহলে মার্কিন সেনারা তাদেরকে মুক্তি দিতে বাধ্য হবে। সিরিয়া থেকে যখন আমেরিকা সেনা প্রত্যাহার করার পরিকল্পনা নিয়েছে তখন প্রেসিডেন্ট ট্রাম্প এসব কথা বললেন।

গতকাল (শনিবার) এক টুইটার বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, সিরিয়ায় দায়েশের ৮০০ যোদ্ধাকে আমরা আটক করেছি এবং তাদেরকে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিসহ ইউরোপীয় মিত্রদেরকে ফেরত নিয়ে বিচার করতে বলেছি। বিকল্প হচ্ছে তাদের মুক্ত করে দেয়া যা ভালো হবে না।

পরে টুইটারে দেয়া আরেকটি পোস্টে ট্রাম্প বলেন, ইউরোপের সরকারগুলোর জন্য এখন তাদের অংশের কাজ করা উচিত। ওয়াশিংটন চায় না এসব সন্ত্রাসীকে পুরো মহাদেশটিতে ছড়িয়ে দিতে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন