ভারতে নিযুক্ত হাই কমিশনারকে ডেকে পাঠাল পাকিস্তান

  18-02-2019 03:05PM

পিএনএস ডেস্ক : কাশ্মীরের পুলওয়ামা হামলাকে কেন্দ্র আরও উত্তপ্ত হল ভারত-পাকিস্তান সম্পর্ক। ভারতের পর এবার নয়া দিল্লিতে নিযুক্ত হাই কমিশনারকে ডেকে পাঠাল পাকিস্তান।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ ফয়সাল সংবাদমাধ্যমে বলেন, আলোচনার জন্য নয়া দিল্লিতে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনারকে ডেকে পাঠানো হয়েছে। আজ সকালেই তিনি দিল্লি ছাড়ছেন।

ভারতীয় সেনাদের ওপরে হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানেও এ নিয়ে প্রবল চাপে পড়ে গিয়েছে। ভারতের পক্ষ থেকে ওই হামলার জন্য পাক জঙ্গিদের দিকেই আঙুল তোলা হচ্ছে।

এর আগে ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে ডেকে পাঠায় ভারত। তারপরেই এই পদক্ষেপ নিল পাকিস্তানও।

ভারত পুলওয়ামার হামলার জন্য পাকিস্তানের দিকে ইঙ্গিত করলেও ইমরান খান সরকারের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে। উল্টে বলা হয়েছে, ভারত নিজের জওয়ানদের নিরাপত্তার দিকটা আগে দেখুক। গোয়েন্দা ব্যর্থতার দিক পুনর্বিবেচনা করুক। তার পর অন্যকারও দিকে আঙুল তুলবে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন