আফ্রিদির মন্তব্যে ভারতে তোলপাড়

  21-02-2019 11:03AM


পিএনএস ডেস্ক: কাশ্মিরে আত্মঘাতী হামলা প্রশ্নে পাকিস্তানের বুম বুম আফ্রিদির এক মন্তব্যে তোলপাড় শুরু হয়ে গেছে ভারতে। শহিদ আফ্রিদি সন্ত্রাসবাদ প্রশ্নে দেশের প্রধানমন্ত্রী ইমরান খানের মন্তব্যকেই সমর্থন করেন। আর সেটা হজম করা ভারতীয়দের পক্ষে সম্ভব হয়নি।

ইমরান খান বলেছিলেন, পুলওয়ামায় নাশকতার পেছনে পাকিস্তানের কোনো ভূমিকা নেই। প্রতিশোধের বশে ভারত যেন কোনো পদক্ষেপ না করে, সে বিষয়ে সতর্কও করে দেন। পুলওয়ামার ঘটনায় পাকিস্তানের হাত রয়েছে বলে ভারত যে দাবি করছে, তারও প্রমাণও চেয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর বিবৃতির এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন আফ্রিদি। সঙ্গে লেখেন, ‘‌এক্কেবারে স্বচ্ছ ও সহজবোধ্য বিবৃতি। ( ‘অ্যাবসোলিউটলি ক্রিস্টাল অ্যান্ড ক্লিয়ার’।)’
আফ্রিদির এই মন্তব্যের পর ভারতের সামাজিক মাধ্যমে তার নিন্দা জ্ঞাপনের ঢল নামে। তারা তাদের মতো করে মন্তব্য না করায় আফ্রিদির তীব্র সমালোচনা করছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন